লালপুরে চোলাই মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৮
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ০৭

নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ ও ২৪ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) ও দুর্গাপুর এবং কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাঝগ্রামের (কানুমোড়) আশেম মালিথার ছেলে রানা মালিথা (২৬), দুর্গপুর গ্রামের শ্রী ধীরেন্দ্রনাথ সিংয়ের ছেলে শ্রী শ্যামল কুমার সিং (৩৭), পাবনার ঈশ্বরদীর চর রূপপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রাসেল করিম (৪৫), চর শাহাপুর গ্রামের মো. ওহিদুল ইসলামের ছেলে মো. রকিব রায়হান (২৩) ও আব্দুল লতিফ সরদারের ছেলে মো. মানিক হোসেন (২৭)।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গতকাল রাতে নাটোরের লালপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) ও দুর্গাপুর গ্রামে অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদসহ রানা মালিথা ও শ্রী শ্যামল কুমার সিংকে গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে উপজেলার কালুপাড়া গ্রামে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল সিমকার্ড, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ২৮ হাজার টাকাসহ মো. রাসেল করিম, মো. রকিব রায়হান ও মো. মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা জব্দকৃত আলামত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। তাঁরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দুটি পৃথক মামলা হয়েছে। আজ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত