Ajker Patrika

সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ২১
সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইফুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত শাকিল আহম্মেদ নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক সাইফুল উপজেলার জয়েনপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। আটক শাকিল জয়েনপুর গ্রামের আবু বক্কারের ছেলে। 

কৃষক হত্যার ঘটনায় শাকিল আহম্মেদ নামের এক যবককে আটক করে পুলিশরায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চার দিন আগে কৃষক সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে সন্দেহভাজন শাকিল নামে এক যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল কৃষক সাইফুল হত্যার দায় স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত