Ajker Patrika

প্রেমিকার মৃত্যুর ১৫ দিন পর প্রেমিকের আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬: ৫১
প্রেমিকার মৃত্যুর ১৫ দিন পর প্রেমিকের আত্মহত্যা

বগুড়া সারিয়াকান্দিতে আদিব হাসান (১৪) নামে একজন স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সে উপজেলার ভেলাবাড়ী ইউপির জোড়গাছা পশ্চিম পাড়ার আব্দুল বারিকের ছেলে এবং জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীর জানান, স্কুলের এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদিবের। গত ১৫ দিন আগে ওই ছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এরপর আবিদ গতকাল সোমবার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে ওই দিন বিকেলে তাকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। এরপর আজ দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। যেহেতু সে বগুড়া মেডিকেলে মারা গেছে তাই মেডিকেল ফাঁড়ি থানায় এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত