আলিবাবার নামে ভুয়া অ্যাপস, ৬ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৩
Thumbnail image

বিশ্বখ্যাত বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সঙ্গে নামের মিল রেখে অ্যাপসের নাম দেওয়া হয় আবাবা। জনসাধারণের মধ্যে তথ্য দেওয়া হয়, চীনের প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি আলিবাবার অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আবাবা অ্যাপস। বিনিয়োগ করার পর শুধু পণ্যের অর্ডার কনফার্ম করাই হলো সদস্যদের কাজ। এভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ হাজার সদস্য আবাবা অ্যাপসে অন্তর্ভুক্ত করা হয়। এভাবেই জনসাধারণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৬ কোটি টাকা। 

চাঁপাইনবাবগঞ্জে এই প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। র‍্যাব-৫, সিসিপি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন প্রতারকচক্রের মূল হোতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শেখটোলা গ্রামের মো. সানাউল ইসলাম (৪০), একই গ্রামের মো. সাইফুদ্দিন (৬০), মোছা. রুলি আরা বেগম (৫৮)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটকেরা প্রতারক চক্রের সদস্য। প্রতারণার মাধ্যমে জেলার প্রায় ১ হাজার গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। এই প্রতারক চক্রের একটি দল বর্তমানে কম্বোডিয়ায় অবস্থান করছে এবং বাকি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থান করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। আবাবা অ্যাপসের ওয়েবসাইটটিতে বিভিন্ন প্রোডাক্টে রিভিউ দিয়ে টাকা আয়ের আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তাঁরা। 

র‍্যাব আরও জানায়, সম্প্রতি ঝিনাইদহ জেলায় একই চক্রের সদস্যদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের অনেক ভুক্তভোগীর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল তদন্ত করে এর সত্যতা পায়। পরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এ সময় আটককৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, টেলিগ্রাম গ্রুপের আবাবা অ্যাপসের বিভিন্ন কথোপকথনের স্ক্রিন শট, ভুয়া আবাবা অ্যাপসের বিভিন্ন কার্যক্রমের নথিপত্র ও আবাবা কোম্পানির লোগো সংবলিত গেঞ্জি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব। 

শিবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চোধুরি জোবায়ের আহমেদ জানান, আটকদের আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত