Ajker Patrika

স্কুলছাত্র রিদওয়ান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
স্কুলছাত্র রিদওয়ান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলছাত্র রিদওয়ান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় রতনকান্দি উত্তর পাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শাহজাদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, রিদওয়ান ১১ বছরের এক নিষ্পাপ শিশু। তার কোনো অপরাধ ছিল না। তবুও ঘাতকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

রিদওয়ানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে তিনি আরও বলেন, এদের ফাঁসি হলে আর কেউ এমন অপরাধ করতে ভয় পাবে। এ সময় রিদওয়ানের মা-বাবা তিন খুনির ফাঁসির দাবি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

গত শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. রিদওয়ান ইসলামকে (১১) অপহরণ করা হয়। পরে তার বাবা মমিরুলকে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাঁদের কণ্ঠস্বর মমিরুল চিনে ফেলায় অভিযুক্তরা রিদওয়ানকে হত্যা করে।

মমিরুল শাহজাদপুর থানায় মামলা দিলে রোববার রাতে অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ঘাসের খেত থেকে রিদওয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত