Ajker Patrika

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, স্বামীসহ ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি 
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮: ২৬
সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ও তাঁর স্বামী। ১৬ ঘণ্টা পর আজ শনিবার তাঁদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল ও নৌ পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতবারিয়া ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ হন এই দম্পতি।

ভুক্তভোগীর নাম মাসুদা মাহজাবিন মৌ। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী এবং জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারের ব্যবসায়ী মানিকুজ্জামান মানিকের মেয়ে। অপর দিকে তাঁর স্বামী হৃদয় সদর উপজেলার কোলচরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে।

সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নদীতে নৌকাডুবিতে স্বামীসহ আমাদের শিক্ষার্থীর প্রাণ হারানোর ঘটনাটি আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরি দল। বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত