তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বিয়ের পর যৌতুক বাবদ মেয়ে আয়েশা সিদ্দিকা ও জামাতা আকতারুল ইসলামের নামে জমি লিখে দেন আলতাফ হোসেন। সেই জমি বর্গা নিয়ে কলার বাগান করছিলেন দিনমজুর আদম আলী। চার মাস আগে আকতারুল ও আয়েশার বিয়ে বিচ্ছিদ হয়। গতকাল বুধবার সকালে ওই বাগানের সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আদম আলী। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকার সঙ্গে ২০ বছর আগে পাশের দোলাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আকতারুল ইসলামের বিয়ে হয়। আকতারুলের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পরে যৌতুক হিসেবে আকতারুল ও আয়েশা সিদ্দিকার নামে ১৬ শতোংশ জমি লিখে দেন আলতাফ হোসেন। এক বছর আগে আকতারুল ও আয়েশার কাছে ওই জমি বর্গা নিয়ে কলার বাগান করেন একই গ্রামের আদম আলী। চার মাস আগে পারিবারিক কলহের জেরে আকতারুল ইসলাম আয়েশা সিদ্দিকাকে তালাক দেন।
আদম আলী অভিযোগ করে বলেন, গতকাল বুধবার সকাল ১০টার দিকে ওই গ্রামের গোলাম মোস্তফা (৪০), রোস্তম আলী (৩০) ও আনারুল ইসলাম (২৮) হঠাৎ পুরো বাগানের গাছ কেটে ফেলেন। এরপর সেখানে অন্য গাছের চারা রোপণ করে দেন। আশেপাশের লোকজন আমাকে খবর দিলে বাগানে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা অস্ত্রের মুখে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এই তিন জনের নামে থানায় অভিযোগ দিয়েছি।
উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে রহিমাপুর গ্রামে আদম আলীর কলা বাগানে গিয়ে দেখা যায়, বাগানের গাছগুলো কাটা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাটা গাছ। জমির আলের চারিদিকে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা।
কেটে ফেলা কলা বাগানের পাশে কথা হয় আয়েশা সিদ্দিকার মেয়ে আরফিনা আক্তারের (২০) সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাবা-মায়ের কাছে দুই বছরের জন্য ওই জমি বর্গা নিয়ে আদম আলী কলার বাগান করেছেন। চার মাস আগে পারিবারিক সমস্যার কারণে বাবা মাকে তালাক দিয়েছেন। এতে কলা গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করে কলার গাছগুলো কাটা হলো? এতে আদম আলী তো ক্ষতিগ্রস্ত হলো। আদম আলীর ক্ষতিপূরণ কে দিবে।’
জানতে চাইলে গোলাম মোস্তফা ফোনে বলেন, আমি তো ১৬ শতক জমির মধ্যে ৯ শতক আকতারুল ইসলামের কাছ থেকে কিনে নিয়েছি। বারবার বলার পরও আদম আলী জমি খালি করে না দেওয়ায় বাধ্য হয়ে কিনে নেওয়া অংশ দখল করেছি। সেখানে অন্য গাছ লাগিয়ে দিয়েছি। এতে দোষের কী?
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাছাইয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মামলার প্রস্তুতি চলছে।
বিয়ের পর যৌতুক বাবদ মেয়ে আয়েশা সিদ্দিকা ও জামাতা আকতারুল ইসলামের নামে জমি লিখে দেন আলতাফ হোসেন। সেই জমি বর্গা নিয়ে কলার বাগান করছিলেন দিনমজুর আদম আলী। চার মাস আগে আকতারুল ও আয়েশার বিয়ে বিচ্ছিদ হয়। গতকাল বুধবার সকালে ওই বাগানের সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আদম আলী। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকার সঙ্গে ২০ বছর আগে পাশের দোলাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আকতারুল ইসলামের বিয়ে হয়। আকতারুলের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পরে যৌতুক হিসেবে আকতারুল ও আয়েশা সিদ্দিকার নামে ১৬ শতোংশ জমি লিখে দেন আলতাফ হোসেন। এক বছর আগে আকতারুল ও আয়েশার কাছে ওই জমি বর্গা নিয়ে কলার বাগান করেন একই গ্রামের আদম আলী। চার মাস আগে পারিবারিক কলহের জেরে আকতারুল ইসলাম আয়েশা সিদ্দিকাকে তালাক দেন।
আদম আলী অভিযোগ করে বলেন, গতকাল বুধবার সকাল ১০টার দিকে ওই গ্রামের গোলাম মোস্তফা (৪০), রোস্তম আলী (৩০) ও আনারুল ইসলাম (২৮) হঠাৎ পুরো বাগানের গাছ কেটে ফেলেন। এরপর সেখানে অন্য গাছের চারা রোপণ করে দেন। আশেপাশের লোকজন আমাকে খবর দিলে বাগানে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা অস্ত্রের মুখে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এই তিন জনের নামে থানায় অভিযোগ দিয়েছি।
উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে রহিমাপুর গ্রামে আদম আলীর কলা বাগানে গিয়ে দেখা যায়, বাগানের গাছগুলো কাটা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাটা গাছ। জমির আলের চারিদিকে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা।
কেটে ফেলা কলা বাগানের পাশে কথা হয় আয়েশা সিদ্দিকার মেয়ে আরফিনা আক্তারের (২০) সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাবা-মায়ের কাছে দুই বছরের জন্য ওই জমি বর্গা নিয়ে আদম আলী কলার বাগান করেছেন। চার মাস আগে পারিবারিক সমস্যার কারণে বাবা মাকে তালাক দিয়েছেন। এতে কলা গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করে কলার গাছগুলো কাটা হলো? এতে আদম আলী তো ক্ষতিগ্রস্ত হলো। আদম আলীর ক্ষতিপূরণ কে দিবে।’
জানতে চাইলে গোলাম মোস্তফা ফোনে বলেন, আমি তো ১৬ শতক জমির মধ্যে ৯ শতক আকতারুল ইসলামের কাছ থেকে কিনে নিয়েছি। বারবার বলার পরও আদম আলী জমি খালি করে না দেওয়ায় বাধ্য হয়ে কিনে নেওয়া অংশ দখল করেছি। সেখানে অন্য গাছ লাগিয়ে দিয়েছি। এতে দোষের কী?
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাছাইয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৭ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫