Ajker Patrika

জয়পুরগাটে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ৪ নারী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরগাটে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ৪ নারী গ্রেপ্তার

জয়পুরহাটে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। 

গ্রেপ্তার সবাই দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা। তাঁরা হলেন-ইতি (২৭), মনোয়ারা বেগম (৩৬), আনোয়ারা (৪৪) এবং মেরিনা (৪৬)। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাট র‍্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদক কারবারি বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছেন। গোপন সূত্রে এমন খবর পেয়ে, বিশেষ অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত