উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভেঙে গেল জানালার গ্লাস

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৪, ২২: ১৮
Thumbnail image

উদ্বোধনের দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুণ্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেওয়া হয়। 

আজ সকালে লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এবং মতিয়ার রহমান। 

উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুণ্টিবাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়।

একটি পাথর জানালার কাচ ভেঙে ট্রেনের ভেতরে ঢোকে। ছবি: আজকের পত্রিকাওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। উপজেলার ঘুণ্টিবাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ আহত হয়নি। 

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত