কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভাকে (১৬) নৃশংস হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশ নেওয়া মেহেদী হাসান পলাশ (২২) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার তাঁকে মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান পলাশ পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামের মোক্তারের ছেলে।
মামলার তদন্তকারী ও কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, মূলত ইভার সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ক্ষুব্ধ হয়ে সায়েম, প্রিন্স ও পলাশ তিনজন মিলে ১৬ আগস্ট ইভাকে ঘুরতে নিয়ে যান। এরপর ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার হরিচরণ লস্কর গ্রামে কুটিরপাড়-মধুপুর সড়কের পাশে ধারালো ছুরি দিয়ে ইভার গলায়, ঘাড়ে, পিঠে ও পাঁজরে একাধিক জখম করে। এরপর তাকে রাস্তার পাশে ফেলে আসামিরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইভার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে এবং পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ইভা হত্যাকাণ্ডের মূল হোতা নায়েদুল ইসলাম সায়েমকে বুধবার গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সায়েম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং কিলিং মিশনে আরও দুজন জড়িত থাকার কথা জানান সায়েম। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার শেখ মনিরুজ্জামান প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনেই কারাগারে রয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার অভিযান চালিয়ে মেহেদী হাসান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ মনিরুজ্জামান প্রিন্সের বন্ধু পলাশ। সোমবার তাঁকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজকে রিমান্ডের শুনানি হবে।
রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভাকে (১৬) নৃশংস হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশ নেওয়া মেহেদী হাসান পলাশ (২২) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার তাঁকে মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান পলাশ পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামের মোক্তারের ছেলে।
মামলার তদন্তকারী ও কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, মূলত ইভার সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ক্ষুব্ধ হয়ে সায়েম, প্রিন্স ও পলাশ তিনজন মিলে ১৬ আগস্ট ইভাকে ঘুরতে নিয়ে যান। এরপর ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার হরিচরণ লস্কর গ্রামে কুটিরপাড়-মধুপুর সড়কের পাশে ধারালো ছুরি দিয়ে ইভার গলায়, ঘাড়ে, পিঠে ও পাঁজরে একাধিক জখম করে। এরপর তাকে রাস্তার পাশে ফেলে আসামিরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইভার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে এবং পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ইভা হত্যাকাণ্ডের মূল হোতা নায়েদুল ইসলাম সায়েমকে বুধবার গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সায়েম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং কিলিং মিশনে আরও দুজন জড়িত থাকার কথা জানান সায়েম। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার শেখ মনিরুজ্জামান প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনেই কারাগারে রয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার অভিযান চালিয়ে মেহেদী হাসান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ মনিরুজ্জামান প্রিন্সের বন্ধু পলাশ। সোমবার তাঁকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজকে রিমান্ডের শুনানি হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে