Ajker Patrika

উলিপুরে বাজার থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে বাজার থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সামছুল হক (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে চৌমুহনী বাজার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সামছুল হক উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের দানেশ মামুদের ছেলে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সামছুল হক। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় চৌমুহনী বাজারের টিনশেডের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ সকালে মাছ বিক্রেতাসহ আশপাশের লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়। পরে পরিবার ও পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত