Ajker Patrika

৭০ বোতল ফেনসিডিলসহ আটক পুলিশ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৭০ বোতল ফেনসিডিলসহ আটক পুলিশ

লালমনিরহাটের কালীগঞ্জে এক বস্তা ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আটককৃত হুমায়ুন কবির জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ সদস্য। প্রায় তিন মাস আগে হাতীবান্ধা হাইওয়ে থানায় যোগদান করেন তিনি। 

জানা যায়, পুলিশ সদস্য হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে পুলিশি চাকরি করার পাশাপাশি মাদক পাচারের কাজ করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় হুমায়ুন কবিরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তাঁর গাড়িতে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, 'ভারত থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক মহিপুর সেতু হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি পুলিশ সদস্য বলে জানতে পেয়েছি। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, 'হুমায়ুন কবির ছুটি নিয়ে এখান থেকে চলে গেছে। এরপর শুনি সে মাদক নিয়ে আটক হয়েছে।' 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, 'বিষয়টি শুনেছি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত আটকের বিষয়ে অবগত করা হয়নি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত