ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে