Ajker Patrika

বেরোবির কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ 

বেরোবি প্রতিনিধি
বেরোবির কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরানের বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক সম্পর্কসহ নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী। 

সাবেক স্ত্রীর করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আল ইমরান দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন ও অন্য নারীদের সঙ্গে পরকীয়া করতেন। তাদের বিয়ের ১১ বছর হলেও ইচ্ছাকৃতভাবে সন্তান নিতে দিতেন না ও বাচ্চা নষ্ট করেছেন। সংসার ও চিকিৎসার খরচ দিতেন না। উল্টো সাবেক স্ত্রীর পরিবার থেকে ১১ বছরে আনুমানিক ৩০-৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুই বছর যাবৎ ব্যবসা করার কথা বলে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকার দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর পরিবারের ওপর ক্ষিপ্ত হন। 

অভিযোগ পত্রে তিনি আরও উল্লেখ করে বলেন, গত ৫ বছর যাবৎ তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে নিজেকে অবিবাহিত সাজিয়ে পরকীয়ায় লিপ্ত হন। তার এ অপরাধের দায়ে ৪ বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়। ইমরান নেশা করে রাত ১-২টার সময় বাসায় ফেরেন। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেইল করে অভিযোগ পাঠালে তিনি কোনো উত্তর দেননি। এরপর আইনি সহায়তা গ্রহণ করলে তিনি ডিভোর্স লেটার পাঠায়। এ সকল অপরাধের দায়ে ইমরানের সাবেক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আল ইমরান এই বিষয়ে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগটি মিথ্যা।’ 

এ বিষয়ে বেরোবির প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত