Ajker Patrika

অ্যাম্বুলেন্সে লাশের মতো চাদরে ঢাকা ছিল ফেনসিডিল ও গাঁজা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪: ২৪
অ্যাম্বুলেন্সে লাশের মতো চাদরে ঢাকা ছিল ফেনসিডিল ও গাঁজা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্স থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের ফুলবাড়ী-নাগেশ্বরী সড়ক থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। 

পুলিশ জানায়, মাদকবাহী ওই অ্যাম্বুলেন্স নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশের টহল জিপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। এ সময় ওই স্থানে চালক অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যান। তখন তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, চালক এসব মাদক সিটের ওপরে চাঁদর দিয়ে ঢেকে লাশের মতো করে রাখে। জব্দ করা এসব মাদকের দাম ৪ লাখ টাকা। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত অপরাধী শনাক্তে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত