Ajker Patrika

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

রংপুরে বেগম রোকেয়ার পায়রাবন্দে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে স্বামী ফেরদৌস জামান ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রংপুর র‍্যাবের একটি দল শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রংপুর র‍্যাব সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস জামান ডিপজল এক বছর আগে বুজরুক তাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আরমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুক দাবি করে স্বামী ফেরদৌস জামান ডিপজল। মেয়ের সুখের কথা ভেবে যৌতুকও দেন আব্দুর রাজ্জাক। কিন্তু আরও যৌতুক দাবি করে আরমিনার উপর নির্যাতন শুরু করে স্বামী ডিপজল। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আরমিনা খাতুন জীবন বাঁচাতে বাবার বাড়ি চলে যান এবং পুনরায় লেখা পড়া শুরু করেন। এরপর তিনি পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজে ভর্তি হন। গত ১০ আগষ্ট কলেজ যান তিনি। কলেজ শেষে বাড়ি যাওয়ার পথে ভাংনী চৌপথি নামক স্থানে আসলে ডিপজল তাঁর পথরোধ করেন। কোনকিছু বুঝে ওঠার আগেই হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় পর আহত গৃহবধূর বাবা আব্দুর রাজ্জাক মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। এদিকে রংপুর র‍্যাব -১৩ এর ছায়া তদন্ত শুরু করে। আজ শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাকির (তদন্ত) হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর ওপর হামলার কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত