Ajker Patrika

হাতীবান্ধায় ভুট্টা খেতে পড়ে ছিল মাথা বিহীন দেহ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৪
হাতীবান্ধায় ভুট্টা খেতে পড়ে ছিল মাথা বিহীন দেহ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টা খেতে অজ্ঞাত এক যুবকের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা খেত থেকে মরদেহটি পাওয়া যায়।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী ওই ভুট্টা খেতে ঘাস কাটতে যান। এ সময় তিনি গলা কাটা মরদেহটি দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয়। মরদেহটির মাথাটি আশপাশে কোথাও পাওয়া যায়নি।

ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মরদেহটির গলা কাটা, তাই পরিচয় পাওয়া যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের যাওয়ার জন্য রওনা করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত