ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন ছাড়াই গোপনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতটি কাঁঠালগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাছগুলো কেটে ফেলেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম সরকার অভিযোগ করে বলেন, বিদ্যালয় ছুটি থাকার সুযোগে কাউকে না জানিয়ে গোপনে সাতটি কাঁঠালগাছ কেটে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম। বিষয়টি ইউএনও মহোদয় জানার পর গাছগুলো গ্রাম পুলিশের হেফাজতে রেখেছেন। তিনি তদন্ত করে এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের টেবিল-চেয়ার তৈরির জন্য গাছগুলো কাটা হয়েছে। গাছ কাটার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, রেজল্যুশন করা আছে।
এদিকে স্থানীয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে গাছ কাটার খবর পেয়েছি। ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক কাটা গাছগুলো গ্রাম পুলিশের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। কাউকে না জানিয়ে এভাবে কেউ গাছ কাটতে পারে না। নিয়ম অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি রেজল্যুশন করে প্রশাসনের অনুমতি নিয়ে তবেই প্রতিষ্ঠানের গাছ কাটতে পারবে। বিষয়টি নিয়ে তিনি ইউএনও স্যারের সঙ্গে কথা বলবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল আজকের পত্রিকাকে বলেন, কাটা গাছগুলো জব্দ করে গ্রামপুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন ছাড়াই গোপনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতটি কাঁঠালগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাছগুলো কেটে ফেলেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম সরকার অভিযোগ করে বলেন, বিদ্যালয় ছুটি থাকার সুযোগে কাউকে না জানিয়ে গোপনে সাতটি কাঁঠালগাছ কেটে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম। বিষয়টি ইউএনও মহোদয় জানার পর গাছগুলো গ্রাম পুলিশের হেফাজতে রেখেছেন। তিনি তদন্ত করে এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের টেবিল-চেয়ার তৈরির জন্য গাছগুলো কাটা হয়েছে। গাছ কাটার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, রেজল্যুশন করা আছে।
এদিকে স্থানীয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে গাছ কাটার খবর পেয়েছি। ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক কাটা গাছগুলো গ্রাম পুলিশের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। কাউকে না জানিয়ে এভাবে কেউ গাছ কাটতে পারে না। নিয়ম অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি রেজল্যুশন করে প্রশাসনের অনুমতি নিয়ে তবেই প্রতিষ্ঠানের গাছ কাটতে পারবে। বিষয়টি নিয়ে তিনি ইউএনও স্যারের সঙ্গে কথা বলবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল আজকের পত্রিকাকে বলেন, কাটা গাছগুলো জব্দ করে গ্রামপুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে