Ajker Patrika

পুলিশ দেখে ইয়াবা ও গাঁজা ফেলে পালালেন যুবলীগ নেতা, ছেলে গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পুলিশ দেখে ইয়াবা ও গাঁজা ফেলে পালালেন যুবলীগ নেতা, ছেলে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ যুবলীগ নেতার ছেলে জয়কে (১৬) আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন যুবলীগ নেতা জমির উদ্দীন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা জমির উদ্দীন উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান সেলফোনে এ প্রতিবেদককে বলেন, ‘লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন জমির উদ্দীন (৩৯) ও তাঁর ছেলে জয় (১৬)। খবর পেয়ে বিকেলে আমাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা-ছেলে। দৌড়ে তাঁর ছেলেকে আটক করা হয়।’ 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘এ ঘটনায় রাতে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির উদ্দীন ও তাঁর ছেলের জয়ের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার সকালে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জমির উদ্দীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে ২০২১ সালে যুবলীগ নেতা জমির উদ্দীন মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেন। সেই ভিডিও তিনি মোবাইলে ধারণও করেন। সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন ওই মাছ ব্যবসায়ী। আত্মহত্যার আগে ভিডিওবার্তায় তিনি তাঁর মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত