মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের কুসুমভাগ বড়হাট এলাকার একটি রেস্তোরাঁয় তানিম আহমদ (১৪) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত জালাল (৪৫) নামের ওই রেস্তোরাঁর এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ
করেছেন জনতা।
কর্মচারী, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটে শনিবার রাত ৮টার দিকে। গতকাল দুপুরে তানিম মারা যায়। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায় পরাণ গ্রামের মুহিব মিয়ার ছেলে। খানদানী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার রাতে রেস্তোরাঁর এক কর্মচারী বদরুল মোল্লার ছোট ভাই আজিজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিমের। এর জেরে তানিমকে কাঠের টুকরাযুক্ত ঝাড়ু দিয়ে মারধর করেন বদরুল মোল্লা। মারধরের পর তাকে হাসপাতালে না নিয়ে রেস্তোরাঁর পাশের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় অন্য সহকর্মীরা কান্নার শব্দ পেয়ে ঘটনা তানিমের পরিবার ও অন্যদের জানাতে চাইলে বাধা দেন বদরুল, তাঁর ভাই আজিজুল, কর্মচারী জালাল ও ম্যানেজারসহ অন্যরা।
তবে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও ওই কক্ষে তালাবদ্ধ
করে রাখেন ম্যানেজার ও ঘটনার সঙ্গে জড়িতরা।
অবস্থার চরম অবনতি হলে গতকাল সকালে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা রেস্তোরাঁর একটি কক্ষ থেকে তানিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর কর্মচারীরা পালিয়ে যান।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মৌলভীবাজার শহরের কুসুমভাগ বড়হাট এলাকার একটি রেস্তোরাঁয় তানিম আহমদ (১৪) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত জালাল (৪৫) নামের ওই রেস্তোরাঁর এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ
করেছেন জনতা।
কর্মচারী, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটে শনিবার রাত ৮টার দিকে। গতকাল দুপুরে তানিম মারা যায়। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায় পরাণ গ্রামের মুহিব মিয়ার ছেলে। খানদানী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার রাতে রেস্তোরাঁর এক কর্মচারী বদরুল মোল্লার ছোট ভাই আজিজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিমের। এর জেরে তানিমকে কাঠের টুকরাযুক্ত ঝাড়ু দিয়ে মারধর করেন বদরুল মোল্লা। মারধরের পর তাকে হাসপাতালে না নিয়ে রেস্তোরাঁর পাশের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় অন্য সহকর্মীরা কান্নার শব্দ পেয়ে ঘটনা তানিমের পরিবার ও অন্যদের জানাতে চাইলে বাধা দেন বদরুল, তাঁর ভাই আজিজুল, কর্মচারী জালাল ও ম্যানেজারসহ অন্যরা।
তবে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও ওই কক্ষে তালাবদ্ধ
করে রাখেন ম্যানেজার ও ঘটনার সঙ্গে জড়িতরা।
অবস্থার চরম অবনতি হলে গতকাল সকালে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা রেস্তোরাঁর একটি কক্ষ থেকে তানিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর কর্মচারীরা পালিয়ে যান।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫