মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের কুসুমভাগ বড়হাট এলাকার একটি রেস্তোরাঁয় তানিম আহমদ (১৪) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত জালাল (৪৫) নামের ওই রেস্তোরাঁর এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ
করেছেন জনতা।
কর্মচারী, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটে শনিবার রাত ৮টার দিকে। গতকাল দুপুরে তানিম মারা যায়। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায় পরাণ গ্রামের মুহিব মিয়ার ছেলে। খানদানী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার রাতে রেস্তোরাঁর এক কর্মচারী বদরুল মোল্লার ছোট ভাই আজিজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিমের। এর জেরে তানিমকে কাঠের টুকরাযুক্ত ঝাড়ু দিয়ে মারধর করেন বদরুল মোল্লা। মারধরের পর তাকে হাসপাতালে না নিয়ে রেস্তোরাঁর পাশের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় অন্য সহকর্মীরা কান্নার শব্দ পেয়ে ঘটনা তানিমের পরিবার ও অন্যদের জানাতে চাইলে বাধা দেন বদরুল, তাঁর ভাই আজিজুল, কর্মচারী জালাল ও ম্যানেজারসহ অন্যরা।
তবে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও ওই কক্ষে তালাবদ্ধ
করে রাখেন ম্যানেজার ও ঘটনার সঙ্গে জড়িতরা।
অবস্থার চরম অবনতি হলে গতকাল সকালে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা রেস্তোরাঁর একটি কক্ষ থেকে তানিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর কর্মচারীরা পালিয়ে যান।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মৌলভীবাজার শহরের কুসুমভাগ বড়হাট এলাকার একটি রেস্তোরাঁয় তানিম আহমদ (১৪) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত জালাল (৪৫) নামের ওই রেস্তোরাঁর এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ
করেছেন জনতা।
কর্মচারী, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটে শনিবার রাত ৮টার দিকে। গতকাল দুপুরে তানিম মারা যায়। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায় পরাণ গ্রামের মুহিব মিয়ার ছেলে। খানদানী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার রাতে রেস্তোরাঁর এক কর্মচারী বদরুল মোল্লার ছোট ভাই আজিজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিমের। এর জেরে তানিমকে কাঠের টুকরাযুক্ত ঝাড়ু দিয়ে মারধর করেন বদরুল মোল্লা। মারধরের পর তাকে হাসপাতালে না নিয়ে রেস্তোরাঁর পাশের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় অন্য সহকর্মীরা কান্নার শব্দ পেয়ে ঘটনা তানিমের পরিবার ও অন্যদের জানাতে চাইলে বাধা দেন বদরুল, তাঁর ভাই আজিজুল, কর্মচারী জালাল ও ম্যানেজারসহ অন্যরা।
তবে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও ওই কক্ষে তালাবদ্ধ
করে রাখেন ম্যানেজার ও ঘটনার সঙ্গে জড়িতরা।
অবস্থার চরম অবনতি হলে গতকাল সকালে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা রেস্তোরাঁর একটি কক্ষ থেকে তানিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর কর্মচারীরা পালিয়ে যান।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে