নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।৭–৮টি মোটরসাইকেলে এসে একদল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তাঁরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫), অপরজন শাহপরাণ এলাকার মো. মাজহার (২৬)। তাঁরা একই সঙ্গে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৭–৮টি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী দুজনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, দুজনের রক্তনালিতে গুরুতর আঘাত রয়েছে। এজন্য তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা মেন্দিবাগ পয়েন্টে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কি কারণে, কারা কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
সিলেটে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।৭–৮টি মোটরসাইকেলে এসে একদল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তাঁরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫), অপরজন শাহপরাণ এলাকার মো. মাজহার (২৬)। তাঁরা একই সঙ্গে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৭–৮টি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী দুজনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, দুজনের রক্তনালিতে গুরুতর আঘাত রয়েছে। এজন্য তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা মেন্দিবাগ পয়েন্টে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কি কারণে, কারা কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪