মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
Thumbnail image
নবীগঞ্জ নিহত যুবক সোহান আহমদ। ছবি: সংগৃহীত

সাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। হত্যাকাণ্ডের স্থান জগন্নাথপুর থানা এলাকায়।

নিহত সোহান ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন, সোহানের চাচাতো দুই ভাই নুর আলমের ছেলে মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের ছেলে শহীদুল্লা (২৫)। আহতদের মধ্যে মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসেন সোহান আহমদ। এক সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে বিয়ে করেন সোহান। স্বপ্ন ছিল স্ত্রী সহকারে যাবেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল সোহানের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নুরকাছ ও তার সহযোগীদের সঙ্গে সোহানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহানের ওপর হামলা চালায় তারা। বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করে সোহান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যে নুরকাছ ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে সোহানকে একাধিক জখম করা হয়। এ সময় সোহানকে বাঁচাতে মোসাদ্দেক ও শহীদুল্লা এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।

ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও নিহত সোহানের চাচা মাসুদ আহমেদ জিহাদী জানান, গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহীদুল্লাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমার ভাতিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এলাকায় নানা অপকর্মে জড়িত। প্রতিনিয়ত তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। আগের একাধিকবার অপরাধ কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে। দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসে সোহান, তার স্বপ্ন ছিল বিয়ে করে স্ত্রীসহ যুক্তরাজ্যে যাবে, এ জন্য গত এক সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে বিয়ে করে। কিন্তু তার স্বপ্ন আর সত্যি হলো না।’ সোহানকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বলেন, নিহত সোহানের বাসার সামনে নুরকাছ ও তার এক সহযোগীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহান ঘটনাস্থলে গিয়ে নুরকাছকে জানায় তার বাসার সামনে কোনো ধরনের ঝামেলা না করার জন্য, পাওনা টাকার আলাপ অন্যত্র গিয়ে করতে। এ ঘটনায় সোহানের ওপর ক্ষিপ্ত হয় নুরকাছ ও তার সহযোগীরা। একপর্যায়ে সোহানের ওপর তারা একত্রিতভাবে হামলা চালায়। এতে সোহান প্রথমে গুরুতর আহত ও পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে বিয়ের মেহেদির রং মোছার আগেই সোহানের চলে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অধরাই রয়ে গেল সোহানের স্ত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন। নববধূসহ পরিবারে চলছে শোকের মাতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত