নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২২, ১৭: ৪৬
আপডেট : ১৪ মে ২০২২, ১৯: ১০

সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ উপজেলার নৌপথগুলোতে চাঁদাবাজদের বিরুদ্ধে মাইকিং করেছে। এ সময় চাঁদাবাজদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে নৌপথে চাঁদাবাজদের ধরিয়ে দিতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে মাইকিং করা হয়। 

আজ শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী ও উবদাখালী নদীতে এই মাইকিং করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকা থেকে বালু, পাথর ও মালবাহী ইঞ্জিনচালিত ট্রলারের মধ্যনগর বাজারের পাশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। তাই স্থানীয় কোনো চক্র ওই সব চলমান নৌযান থেকে যেন চাঁদাবাজির পাঁয়তারা না চালায়, তার আগাম বার্তা হিসেবে মধ্যনগর থানা-পুলিশ এই উদ্যোগ নিয়েছে। মধ্যনগর থানা-পুলিশের হস্তক্ষেপে অতীতেও এই পথে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার থানা এলাকায় নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তাই নদীগুলোতে মাইকিং করে চাঁদাবাজদের অবৈধ চাঁদাবাজির পাঁয়তারা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত