Ajker Patrika

নিখরচায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

নিখরচায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

স্নাতকে অক্সফোর্ডে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই অধরা থেকে যায়। তাঁদের জন্য রয়েছে অক্সফোর্ডে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ। এটি এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখানে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অধ্যয়নের সমান সুযোগ দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের এমন বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়, যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে কারও উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। ‘রোডস অক্সফোর্ড’ এমনই একটি ফুলটাইম স্কলারশিপ। সাধারণত কোর্সের মেয়াদ অনুসারে এ স্কলারশিপের মেয়াদ এক থেকে চার বছর পর্যন্ত হয়ে থাকে। যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে অক্সফোর্ডে অধ্যয়নের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

রোডস স্কলারশিপ একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। মূলত অক্সফোর্ডে পড়তে আসার জন্য প্রত্যাশী প্রতিভাবান যুবসমাজকে দক্ষ করে তুলতে এই বৃত্তি দেওয়া হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

  • অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স
  • অ্যাপ্লাইড ক্যানসার সায়েন্স
  • ডিজিটাল হেলথ
  • এন্থ্রোপলোজি
  •  বায়োকেমিস্ট্রি
  • সিভিল ল
  • বায়োলজি
  • বায়োমেডিকেল সায়েন্স
  • ক্রিয়েটিভ রাইটিং
  • ক্রিমিনোলোজি
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  •  ইকোনমিকস 
  • এক্সিকিউটিভ এমবিএ
  • ফিন্যান্স
  • ইতিহাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার
  • জাপানিজ স্টাডিজ
  • এমবিএ
  • ম্যাথমেটিক্স
  • মেডিকেল সায়েন্স
  • ইত্যাদি আরও অনেক কোর্স।

সুযোগ-সুবিধাসমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • আবাসন সুবিধা প্রদান করা হবে।
  • উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৮ হাজার ১৮০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ টাকা) প্রদান করবে। মাসিক ১ হাজার ৫১৫ পাউন্ড প্রদান করা হবে। এগুলো জীবনযাপনের খরচের খাতে ব্যবহার করা হবে। 
  • দুইটি ইকোনমি ক্লাসের এয়ার টিকিট। অক্সফোর্ডে আসার ও অক্সফোর্ড থেকে যাওয়ার খরচ বহন করা হবে। 
  • ভিসা ফি প্রদান করা হবে।
  • স্বাস্থ্যবিমার সুবিধা। 

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সী হতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। 
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র 

  • জীবনবৃত্তান্ত। 
  • জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি। 
  • একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। 
  • সিভি বা রিজিউম। 
  • ইংরেজি দক্ষতা সনদ (আইইএলটিএস বা টোফেল)।
  • রেফারেন্স লেটার।   

ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত