Ajker Patrika

গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০: ০৫
গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয়

দেশে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে বিশ্ববিদ্যালয়টির মালিকানায় রয়েছে গ্রামীণ ট্রাস্ট। এটি প্রতিষ্ঠা করেছিলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, যিনি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন গ্রামীণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। এ নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১১৬টিতে।

২২টি শর্তে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে গতকাল সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখযোগ্য শর্তগুলো হলো— সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে। এ রকমভাবে মোট ২২টি শর্ত মানতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস হবে রাজধানীর উত্তরায়। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’র অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে গ্রামীণ ট্রাস্ট। এরপর নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের সম্ভাব্যতা যাচাইয়ে ইউজিসিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন যাচাই-বাছাই করে, দুই মাস পর নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত