Ajker Patrika

আইইএলটিএস লিসনিং (পর্ব-৪.২)

মোস্তাকিম শুভ, সেলটাএ টি এম মোজাফফর হোসেন, সেলটা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫৮
আইইএলটিএস লিসনিং (পর্ব-৪.২)

Paraphrase in Listening

প্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক জবাব বের করতে প্যারাফ্রেজের ওপর দক্ষতা অত্যাবশ্যকীয়। প্যারাফ্রেজ করার কিছু নিয়ম নিম্নে আলোচনা করা হলো:

ক. প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার; খ. শব্দের ক্রমানুসার পরিবর্তন; গ. পদের পরিবর্তন; ঘ. অ্যাকটিভ থেকে প্যাসিভ; ঙ. বাক্যের অবকাঠামো পরিবর্তন

ক। প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার

মূল ভাবার্থ অটুট রেখে বাক্যের অন্তর্ভুক্ত শব্দগুলোর সমার্থক (সিনোনিম) শব্দ ব্যবহার করে প্যারাফ্রেজ করা একটি সাধারণ পদ্ধতি। যেমন:

il

খ। শব্দের ক্রমানুসার পরিবর্তন

বাক্যভেদে শব্দের ক্রমানুসার পরিবর্তন করে প্যারাফ্রেজ করা যায়। তবে খুব করে খেয়াল রাখতে হবে, যেন ব্যাকরণগত কোনো ভুলভ্রান্তি না হয়। এ ক্ষেত্রে প্রয়োজনে দু-একটি শব্দ যোজন-বিয়োজন করা যেতে পারে। বাক্যে যদি একাধিক ক্লজ (বাক্যের অংশবিশেষ) থাকে, তবে ক্লজগুলোর ক্রমানুসার পরিবর্তন করেও প্যারাফ্রেজ করা যেতে পারে। যেমন:

iltias

চলবে ... (পর্ব-৪.৩ আগামী সংখ্যায়)

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত