কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ১ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে থাকার নির্দেশ ভিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭: ১০
Thumbnail image

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। 

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়—জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। যাঁরা উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত