Ajker Patrika

৫ লাখ ‘স্টাডি পারমিট’ আবেদন নেবে কানাডা

আজকের পত্রিকা ডেস্ক­
৫ লাখ ‘স্টাডি পারমিট’ আবেদন নেবে কানাডা

শিক্ষার্থী ভিসায় আবেদনের ক্ষেত্রে নতুন লক্ষ্যমাত্রা নিয়েছে কানাডা। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক (আইআরসিসি) দপ্তর জানিয়েছে, চলতি বছর ৫ লাখ ৫০ হাজার স্টাডি পারমিট আবেদন গ্রহণ করবে। স্টাডি পারমিটের আবেদনপ্রক্রিয়া দ্রুতগতিতে নিষ্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শিক্ষার্থীবান্ধব পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভালো ভালো বেশ কিছু বিশ্ববিদ্যালয় থাকায় বিদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে কানাডা। এতে করে প্রতিবছর আবেদনকারীর সংখ্যাও বাড়ছে। এই চাপ সামাল দিতে নতুন এ নিয়ম করা হলো। আইআরসিসি জানিয়েছে, ২২ জানুয়ারি থেকে এ বছরের শেষ পর্যন্ত তারা শিক্ষার্থীদের ৫ লাখ ৫০ হাজার ১৬২টি আবেদন নিষ্পন্ন করবে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল কানাডা। ওই বছর ৬ লাখ শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়। মূলত করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে সে বছর বেশিসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হয়েছিল দেশটিতে পড়ার জন্য। তবে দেশটিতে শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা বেড়েছে। এ কারণে অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতেও পড়তে হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কানাডা সরকার এ বছর শিক্ষার্থীদের ভিসা আবেদন নিষ্পন্ন করার জন্য নতুন নতুন টুল ব্যবহার করবে বলেও জানিয়েছে। এদিকে ইকোনমিকস টাইমসের খবরে বলা হয়েছে, আইআরসিসি আবেদনকারীর কার্যক্রমগুলো তদারকি করবে। আবেদনকারীর সংখ্যা পূরণ হয়ে গেলে ফি ফেরত দেওয়া হবে। তবে সবাই যে ভিসা পাবে, বিষয়টি এমন নয়। এই ৫ লাখ ৫০ হাজার আবেদন থেকে যোগ্যদের ভিসা দেওয়া হবে। আবেদনকারীর এ সংখ্যা অনুসারে কানাডা প্রাদেশিক এবং আঞ্চলিক সরকারগুলোকে ইতিমধ্যেই আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত