ইবিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২২, ১৬: ০৬
আপডেট : ১৮ মে ২০২২, ১৭: ০৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ থেকে ১৩ জুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। এই ছুটি বাতিলের দাবিতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। 

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাসসহ অন্যান্য নেতা-কর্মী।

স্মারকলিপিতে বলা হয়, ‘করোনার জন্য একদিকে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটি বাড়তি আরও চাপ তৈরি করবে। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে আপনার কাছে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব। ছুটি বাতিলের বিষয়টি অবশ্যই যৌক্তিক। বারবার ছুটির ফলে পড়াশোনায়ও একটা ছন্দপতন ঘটে। এ বিষয়টি আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত