Ajker Patrika

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি

বিজ্ঞপ্তি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০: ০১
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি। ছবি: বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) শিক্ষার্থীরা গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার (৭ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয় এবং দুপুর ১২টার দিকে র‌্যালি বের করেন।

বিইউএইচএস থেকে দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এসে র‌্যালি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ওই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

ছাত্ররা ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দা রিভার টু দা সি’ লেখা ব্যানার বহন করে এবং ‘চিলড্রেন ডাই, ক্যান ইউ হিয়ার? জাস্টিস নাউ, মেইক ইট ক্লিয়ার’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি। ছবি: বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি। ছবি: বিজ্ঞপ্তি

এরপর ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ হাসান ফারুকী, এপিডেমিয়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মজিবুর রহমান ও প্রক্টর ডা. নাসরীন নাহার সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর পাশবিক হত্যাকাণ্ড, নির্যাতন ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে বিইউএইচএসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত