ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রস্তুতি

শাহ বিলিয়া জুলফিকার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯: ০৬
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭: ৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ইউনিট। এটি মূলত বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য হলেও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারেন। বিজ্ঞান এবং কলা বিভাগের শিক্ষার্থীদের জন্যও অল্পসংখ্যক আসন রয়েছে। 

মানবণ্টন ও প্রশ্ন সমাধান
বাংলা, ইংলিশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার উত্তর দেওয়া বাধ্যতামূলক। এ ছাড়া ফিন্যান্স, ব্যাংকিং এবং বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যেকোনো একটির উত্তর দিতে হবে। এমসিকিউ অংশের পাস ২৪-এর মধ্যে ইংরেজিতে ন্যূনতম ৫ পেতে হবে এবং লিখিত অংশের পাস ১১। দুটি মিলিয়ে ৪০ পেলে পাস। এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে আসনসংখ্যার ৩ গুণ লিখিত খাতা দেখা হবে। বিগত বছরের প্রশ্ন পড়লে ভালো ধারণা পাওয়া যাবে। প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করা হয়, যেমন—ব্যবসায় শিক্ষা ইউনিটে বাংলা প্রথম পত্র থেকে ২-৩টা এমসিকিউ, বানান থেকে ১-২টা এমসিকিউ, বিরচন (সমার্থক, বিপরীত, এক কথায় প্রকাশ, বাগ্‌ধারা) থেকে ২-৩টি এমসিকিউ আসে। ঠিক তেমনি ইংরেজির ক্ষেত্রে Right Form of Verbs থেকে ২টি, Preposition থেকে ২টি, Vocabulary থেকে ২টি প্রশ্ন প্রায়ই থাকে। 

মানসিক প্রস্তুতি
এমসিকিউ না লিখিত, কোন বিষয়টির উত্তর আগে করবে, তা পরীক্ষার হলে যাওয়ার আগে ঠিক করে রাখতে হবে। প্রতিটি বিষয়ের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে। 

বিষয়ভিত্তিক পরামর্শ
■    বাংলা: বাংলা প্রথম পত্রের শব্দার্থ ও টীকা, লেখক পরিচিতি খুবই ভালো করে পড়তে হবে। পদ্যের ক্ষেত্রে কোন লাইনের পরে কোন লাইন আসে, সেটা মনে রাখতে হবে। কবিতার চরণগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করা উচিত। ব্যাকরণের ক্ষেত্রে প্রথমে যে টপিকটা পড়বে, সেটার ব্যাখ্যা-বিশ্লেষণ পড়ে এমসিকিউ অনুশীলন করতে হবে। তখন যেসব ভুল যাবে, সেগুলো আবার ব্যাখ্যা দেখে বোঝার চেষ্টা করতে হবে। এভাবে বারবার এমসিকিউ অনুশীলন করতে হবে। প্রতিদিন নতুন পড়ার পাশাপাশি আগে যেগুলো পড়া হয়েছে, সেগুলো রিভিশন দিতে হবে।

■    ইংরেজি: গ্রামারের জন্য প্রথমে কঠিন কিছু না পড়ে মৌলিক বিষয়গুলো পড়তে হবে। এ জন্য আগে Sentence Structure, Voice, Degree, Tense এগুলো দেখা উচিত। তারপর Phrase & Clause, Parts of Speech Identification & Classification পড়া উচিত। Grammatical Rules মুখস্থ না করে বুঝে পড়তে হবে। 

■    Vocabulary-এর ক্ষেত্রে সাপ্তাহিক একটা রুটিন করে প্রতিদিন কিছু নতুন শব্দ পড়তে হবে। যেসব শব্দ মনে রাখতে কষ্ট হবে, দাগিয়ে রেখে পড়া ভালো। পরে সেগুলো বারবার পড়ে আয়ত্তে আনতে হবে। Vocabulary-এর বানানগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। Phase & Idioms ভালো করে পড়তে হবে। Appropriate Preposition সব মুখস্থ না করে বাক্যগুলো বারবার পড়লেই সহজে পারা যাবে।

■    হিসাববিজ্ঞান: ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার অনুশীলন করতে হবে। জাবেদা ভালো করে বুঝে যেতে হবে, বিশেষ করে সমন্বয়, সংশোধনী জাবেদা। এ ছাড়া নিয়মিত বিগত বছরে আসা বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে হবে।

■    ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: এ বিষয়ে বিগত বছরের প্রশ্ন প্রায়ই রিপিট হয়। তাই বিগত বছরে যেকোনো পরীক্ষায় আসা প্রশ্নগুলো খুবই ভালো করে পড়তে হবে। শিল্পের প্রকারভেদ, ব্যবসায় পরিবেশ, অংশীদারি ব্যবসায়, কোম্পানি, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

■    ফিন্যান্স, ব্যাংকিং এবং বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা নিলে বেশি বেশি অঙ্ক করতে হবে এবং বিষয়গুলোর বেসিক ঠিক করে পড়তে হবে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে বেশি বেশি এমসিকিউ করতে হবে।

লিখিত প্রস্তুতি
বাংলা টু ইংলিশ এবং ইংরেজি টু বাংলা অনুবাদ করতে হবে। যেসব প্রবাদ রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলা এবং কালের সঙ্গে অনুবাদের পরিবর্তন বুঝতে হবে। বাংলা বাক্য শুদ্ধিকরণের জন্য বানান এবং বাক্য়ের গঠন ভালো করে দেখে উত্তর করতে হবে। ইংরেজি বাক্য শুদ্ধিকরণের জন্য গ্রামার বুঝে বাক্যের গঠন ঠিক আছে কি না, দেখতে হবে। হিসাববিজ্ঞানের জন্য এমসিকিউ করার সময় অপশনগুলো ঢেকে করার চেষ্টা করলে একসঙ্গে লিখিতের প্রস্তুতিও হয়ে যাবে।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য যেসব তথ্য আছে, যার একটি নির্দিষ্ট উত্তর রয়েছে, সেগুলো মুখস্থ করে ফেললেই হবে।

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত