Ajker Patrika

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

আজ মঙ্গলবার এপিইউবি পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতে রয়েছে ব্যাপক বৈষম্য। সরকারি বিশ্ববিদ্যালয় চলে আমাদের ট্যাক্সের টাকায়, অন্যদিকে অলাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার আদায় করে ভ্যাট ও নানা প্রকার ট্যাক্স। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে কর্তনকৃত ট্যাক্সের সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নকাজে সরকারি অনুদান হিসাবে বরাদ্দ দেওয়া হলে চলমান বৈষম্য কিছুটা হলেও কমবে।’

আরও বলা হয়, ‘চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পুনরায় ট্যাক্স আরোপ করেছে। কোনো প্রকার সরকারি সহায়তা ছাড়া শুধু শিক্ষার্থীদের বেতন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব ধরনের ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের একদফা দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত