Ajker Patrika

এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময় হল পরিদর্শন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ছবি : আজকের পত্রিকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময় হল পরিদর্শন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ছবি : আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রতি শিফটে যতজন পরীক্ষা দেবে, তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে কয়টি আসন পাওয়ার কথা, সেটা দেওয়া হবে। যার ফলে শিফটভিত্তিক বৈষম্য এবার থাকবে না।’

গত বছরের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করলে শিফটভিত্তিক বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ছাত্রদের ২২৩ আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ ইউনিটে ছাত্রদের প্রথম শিফট থেকে ৪৫ জন, দ্বিতীয় শিফট থেকে ৪৮, তৃতীয় শিফট থেকে ১০৫ ও চতুর্থ শিফট থেকে মাত্র ২৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। একই ইউনিটে ছাত্রীদের ২২৩টি আসনের বিপরীতে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রীদের প্রথম শিফট থেকে ১৮৩ জন মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় শিফট থেকে পেয়েছিলেন মাত্র ৪০ জন।

একই বছরের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম ও দ্বিতীয় শিফট থেকে ৩২ জন করে, তৃতীয় শিফট থেকে ৪৪ ও চতুর্থ শিফট থেকে ৪৭ জন মেধাতালিকায় স্থান পান। তবে এই ইউনিটের ছাত্রীদের ফলাফলে চরম বৈষম্য দেখা যায়। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে প্রথম ও তৃতীয় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন ১৪৯ জন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ছয়জন।

প্রতিবছরের মতো এবারও প্রতিটি ইউনিটে ভিন্ন ভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপাচার্যের তথ্যমতে, এবার ফলাফলের ক্ষেত্রে প্রতি শিফট থেকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে মেধাতালিকা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত