রাহুল শর্মা, ঢাকা
বিধিবিধানের তোয়াক্কা না করেই বিলাসবহুল সরকারি গাড়ি ব্যবহার করছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিশেষ ভারপ্রাপ্ত তিন কর্মকর্তা (ওএসডি)। তাঁরা হলেন সাবেক প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাস।
সরকারি যানবাহন অধিদপ্তর বলছে, সরকার কোনো কর্মকর্তাকে ওএসডি করলে নিয়ম অনুযায়ী তাঁর সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ নেই। কেননা, কোনো কর্মকর্তাকে গাড়ি বরাদ্দ দেওয়া হয় দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য। যেহেতু ওএসডি কর্মকর্তাকে দাপ্তরিক কাজ থেকে বিরত রাখা হয়, তাই তাঁর সরকারি গাড়ি ব্যবহার বিধিসম্মত নয়।
গত ২০ নভেম্বর নানা অভিযোগে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাসকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। আর প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীকে। ওএসডি হওয়া তিনজনই দায়িত্ব পালনের সময় বরাদ্দ পাওয়া মিতসুবিশি পাজেরো স্পোর্ট ও মিতসুবিশি আউটল্যান্ডার এসইউভি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি এখনো ব্যবহার করছেন।
ইইডি সূত্রে জানা গেছে, অদৃশ্য ‘ক্ষমতার’ জোরে ওএসডি হওয়ার পরও তিন কর্মকর্তা দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি অবৈধভাবে ব্যবহার করছেন। এসব গাড়ির সব ধরনের খরচও (জ্বালানি, রক্ষণাবেক্ষণ, চালকের বেতন) দেওয়া হচ্ছে ইইডি থেকেই। অথচ ইইডিতে এমন একাধিক নির্বাহী প্রকৌশলী আছেন, যাঁরা গাড়ি পাওয়ার দাবিদার, কিন্তু এখনো পাননি। ওই সব কর্মকর্তা বলছেন, গাড়ির অভাবে তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। অথচ প্রাধিকারভুক্ত না হয়েও কেউ কেউ অবৈধভাবে গাড়ি ব্যবহার করছেন।
জানতে চাইলে সরকারি পরিবহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গতকাল আজকের পত্রিকাকে বলেন, সরকারি গাড়ি ব্যবহার করা যায় শুধু দাপ্তরিক কাজে। এর বাইরে অন্য কোনো প্রয়োজনে গাড়ি ব্যবহারের সুযোগ নেই। ওএসডি কর্মকর্তাদের দাপ্তরিক কাজ থেকে বিরত রাখা হয়। তাই তাঁরা গাড়ি ব্যবহার করলে তা সরকারি বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
ওএসডি হওয়ার পরও গাড়ি ব্যবহারের বিষয়টি স্বীকার করছেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাস। তাঁদের ভাষ্য, ওএসডি হওয়ার পর গাড়ি ব্যবহার করা যাবে না, এমন কোনো নিয়ম তাঁদের জানা নেই। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী তাঁরা গাড়ি ব্যবহার করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি ইইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জালাল উদ্দিন চৌধুরী। পরে দপ্তরে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাব সরবরাহ করে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি-সুবিধা সরবরাহও করে।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিধিবিধানের তোয়াক্কা না করেই বিলাসবহুল সরকারি গাড়ি ব্যবহার করছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিশেষ ভারপ্রাপ্ত তিন কর্মকর্তা (ওএসডি)। তাঁরা হলেন সাবেক প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাস।
সরকারি যানবাহন অধিদপ্তর বলছে, সরকার কোনো কর্মকর্তাকে ওএসডি করলে নিয়ম অনুযায়ী তাঁর সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ নেই। কেননা, কোনো কর্মকর্তাকে গাড়ি বরাদ্দ দেওয়া হয় দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য। যেহেতু ওএসডি কর্মকর্তাকে দাপ্তরিক কাজ থেকে বিরত রাখা হয়, তাই তাঁর সরকারি গাড়ি ব্যবহার বিধিসম্মত নয়।
গত ২০ নভেম্বর নানা অভিযোগে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাসকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। আর প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীকে। ওএসডি হওয়া তিনজনই দায়িত্ব পালনের সময় বরাদ্দ পাওয়া মিতসুবিশি পাজেরো স্পোর্ট ও মিতসুবিশি আউটল্যান্ডার এসইউভি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি এখনো ব্যবহার করছেন।
ইইডি সূত্রে জানা গেছে, অদৃশ্য ‘ক্ষমতার’ জোরে ওএসডি হওয়ার পরও তিন কর্মকর্তা দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি অবৈধভাবে ব্যবহার করছেন। এসব গাড়ির সব ধরনের খরচও (জ্বালানি, রক্ষণাবেক্ষণ, চালকের বেতন) দেওয়া হচ্ছে ইইডি থেকেই। অথচ ইইডিতে এমন একাধিক নির্বাহী প্রকৌশলী আছেন, যাঁরা গাড়ি পাওয়ার দাবিদার, কিন্তু এখনো পাননি। ওই সব কর্মকর্তা বলছেন, গাড়ির অভাবে তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। অথচ প্রাধিকারভুক্ত না হয়েও কেউ কেউ অবৈধভাবে গাড়ি ব্যবহার করছেন।
জানতে চাইলে সরকারি পরিবহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গতকাল আজকের পত্রিকাকে বলেন, সরকারি গাড়ি ব্যবহার করা যায় শুধু দাপ্তরিক কাজে। এর বাইরে অন্য কোনো প্রয়োজনে গাড়ি ব্যবহারের সুযোগ নেই। ওএসডি কর্মকর্তাদের দাপ্তরিক কাজ থেকে বিরত রাখা হয়। তাই তাঁরা গাড়ি ব্যবহার করলে তা সরকারি বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
ওএসডি হওয়ার পরও গাড়ি ব্যবহারের বিষয়টি স্বীকার করছেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. রায়হান বাদশা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাস। তাঁদের ভাষ্য, ওএসডি হওয়ার পর গাড়ি ব্যবহার করা যাবে না, এমন কোনো নিয়ম তাঁদের জানা নেই। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী তাঁরা গাড়ি ব্যবহার করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি ইইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জালাল উদ্দিন চৌধুরী। পরে দপ্তরে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাব সরবরাহ করে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি-সুবিধা সরবরাহও করে।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার প্রস্তুতিতে মডেল টেস্ট বা মক টেস্ট দেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি পরীক্ষার আসল পরিবেশের অনুকরণে তৈরি হওয়া একটি টেস্ট, যা পরীক্ষার্থীদের নিজস্ব শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে সহায়ক।
১৩ ঘণ্টা আগেউন্নত দেশগুলো তাদের বিদ্যাপীঠগুলোতে বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায়। এমনই একটি দেশ সুইডেন, যেটি বছরের পর বছর এর নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের এই আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর কাছে...
১৩ ঘণ্টা আগেচাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে এবং পরামর্শে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, অবকাঠামগত উন্নয়ন হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগসহ একাডেমিক অন্যান্য সমস্যারও সমাধান হবে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্য
২ দিন আগে