মোস্তাকিম শুভ, সেলটা
Distractors in Listening
প্রশ্নপত্রে প্রয়োজনের অতিরিক্ত তথ্য দিয়ে, রেকর্ডিংয়ে অপ্রাসঙ্গিক কথা যুক্ত করে, সঙ্গে বাহ্যিক কিছু গোলযোগ দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হয়। পরিকল্পিতভাবেই এমনটি করা হয়। এরাই ডিসট্র্যাকটর।
লিসনিংয়ে বক্তা কোনো একটি বিষয় নিয়ে কিছু বলে। তার কথায় দরকারি বার্তা থাকে। সঙ্গে অপ্রাসঙ্গিক কথা থাকে। সেই সঙ্গে থাকে বাহ্যিক গোলযোগও। লিসনিং পরীক্ষায় পরিকল্পিতভাবে প্রয়োজনের অতিরিক্ত খণ্ড খণ্ড তথ্যচিত্র প্রশ্নপত্রে দেওয়া হয়। সঙ্গে রেকর্ডিংয়ে অনেক কথাবার্তা থাকে, যেগুলো হয়তোবা না দিলেও চলত। জেনেবুঝেই মনোযোগ সরিয়ে, কিংকর্তব্যবিমূঢ় বানিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হয়। এমন পরিস্থিতিতে তারা কতটা মনোযোগ ধরে রাখতে পারে এবং কথার মূলভাবটা কতটা বুঝতে পারে, তা পরীক্ষা করতেই এমনটি করা হয়।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
ডিসট্র্যাকটর কী, লিসনিংয়ের প্রশ্নপত্র বা রেকর্ডিংয়ে ওরা কীভাবে থাকে, তা হয়তোবা অনেকেই জানে না বিধায় ডিসট্র্যাকটরের মধ্যে নির্ভুল লিসনিং করতে ব্যর্থ হয়।
এখানে যে দক্ষতা দেখা হয়
ডিসট্র্যাকটরের মধ্যেও নির্ভুল লিসনিং করার দক্ষতা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদি
ডিসট্র্যাকটর: কোনো ব্যক্তি, বস্তু বা গোলমেলে পরিস্থিতি, যা কোনো শ্রোতার মনোযোগ কেড়ে নেয়, তখন তাকে আমরা ডিসট্র্যাকটর বলি। এটি হতে পারে অভ্যন্তরীণ অথবা বাহ্যিক। অভ্যন্তরীণ হতে পারে মানসিক অস্বস্তি, কোনো কিছুতে মনোনিবেশ করতে না পারা, অন্য কোনো বিষয় নিয়ে নিজেরই ভাবনা ইত্যাদি। বাহ্যিক হতে পারে আশপাশের শব্দ (ফোন, কথোপকথন), প্রয়োজনের অধিক তথ্য, বিভ্রান্তকারী পরিস্থিতি, শারীরিক অস্বস্তি, অনুকূল আবহাওয়া, ক্লান্তি, চলন্ত কোনো জীব বা বস্তু ইত্যাদি।
লিসনিংয়ে (লেখায় বা রেকর্ডিং) ডিসট্র্যাকটরের নানা রূপ
লিসনিং পরীক্ষায় ডিসট্র্যাকটরের উপস্থিতি ঘটে দুই ভাবে—প্রশ্নপত্রে ও রেকর্ডিংয়ে। প্রয়োজনের অতিরিক্ত তথ্য প্রশ্নপত্রে দেওয়া হয়। সঙ্গে আরও কিছু কথাবার্তা রেকর্ডিংয়ে সংযুক্ত করা হয়, যেগুলো হয়তোবা না দিলেও চলত। পরিকল্পিতভাবেই এমনটি করা হয়। এরাই ডিসট্র্যাকটর। বুঝে এবং এহেন পরিস্থিতিতে কী করণীয় জানলে লিসনিংয়ে ভালো করা সম্ভব।
লিসনিংয়ে ডিসট্র্যাকটরের নানা রূপ
ক. অসত্য (অশুদ্ধ) তথ্য।
খ. বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) গ. বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) ঘ. সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। ঙ. কথা পরিবর্তন।
চ. ইনফরমেশন ওভারলোড।
ক. অসত্য (অশুদ্ধ) তথ্য
অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্তিকর বা বর্ণনায় সত্য মনে হয় (সত্যপ্রতিম) এমন তথ্য তুলে ধরা হয়, যা প্রকৃতপক্ষে অসত্য। আগে বা পরে সত্য ঘটনা/বিষয়বস্তু থাকে। পরীক্ষার্থীকে অবশ্যই অসত্য থেকে সত্যকে আলাদা করে নিতে হবে। নতুবা প্রশ্নপত্র বা রেকর্ডিংয়ের পাতা ফাঁদে পড়তে হবে। উদাহরণ-১:
এখানে অনেক মূল্যের কথা বলেছে, যা বিভ্রান্তিকর এবং তার জন্য সঠিক নয়। তার জন্য সঠিক শুধু $২৬৭ (সব শর্ত মেনে)।
আরও পড়ুন:
Distractors in Listening
প্রশ্নপত্রে প্রয়োজনের অতিরিক্ত তথ্য দিয়ে, রেকর্ডিংয়ে অপ্রাসঙ্গিক কথা যুক্ত করে, সঙ্গে বাহ্যিক কিছু গোলযোগ দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হয়। পরিকল্পিতভাবেই এমনটি করা হয়। এরাই ডিসট্র্যাকটর।
লিসনিংয়ে বক্তা কোনো একটি বিষয় নিয়ে কিছু বলে। তার কথায় দরকারি বার্তা থাকে। সঙ্গে অপ্রাসঙ্গিক কথা থাকে। সেই সঙ্গে থাকে বাহ্যিক গোলযোগও। লিসনিং পরীক্ষায় পরিকল্পিতভাবে প্রয়োজনের অতিরিক্ত খণ্ড খণ্ড তথ্যচিত্র প্রশ্নপত্রে দেওয়া হয়। সঙ্গে রেকর্ডিংয়ে অনেক কথাবার্তা থাকে, যেগুলো হয়তোবা না দিলেও চলত। জেনেবুঝেই মনোযোগ সরিয়ে, কিংকর্তব্যবিমূঢ় বানিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হয়। এমন পরিস্থিতিতে তারা কতটা মনোযোগ ধরে রাখতে পারে এবং কথার মূলভাবটা কতটা বুঝতে পারে, তা পরীক্ষা করতেই এমনটি করা হয়।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
ডিসট্র্যাকটর কী, লিসনিংয়ের প্রশ্নপত্র বা রেকর্ডিংয়ে ওরা কীভাবে থাকে, তা হয়তোবা অনেকেই জানে না বিধায় ডিসট্র্যাকটরের মধ্যে নির্ভুল লিসনিং করতে ব্যর্থ হয়।
এখানে যে দক্ষতা দেখা হয়
ডিসট্র্যাকটরের মধ্যেও নির্ভুল লিসনিং করার দক্ষতা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদি
ডিসট্র্যাকটর: কোনো ব্যক্তি, বস্তু বা গোলমেলে পরিস্থিতি, যা কোনো শ্রোতার মনোযোগ কেড়ে নেয়, তখন তাকে আমরা ডিসট্র্যাকটর বলি। এটি হতে পারে অভ্যন্তরীণ অথবা বাহ্যিক। অভ্যন্তরীণ হতে পারে মানসিক অস্বস্তি, কোনো কিছুতে মনোনিবেশ করতে না পারা, অন্য কোনো বিষয় নিয়ে নিজেরই ভাবনা ইত্যাদি। বাহ্যিক হতে পারে আশপাশের শব্দ (ফোন, কথোপকথন), প্রয়োজনের অধিক তথ্য, বিভ্রান্তকারী পরিস্থিতি, শারীরিক অস্বস্তি, অনুকূল আবহাওয়া, ক্লান্তি, চলন্ত কোনো জীব বা বস্তু ইত্যাদি।
লিসনিংয়ে (লেখায় বা রেকর্ডিং) ডিসট্র্যাকটরের নানা রূপ
লিসনিং পরীক্ষায় ডিসট্র্যাকটরের উপস্থিতি ঘটে দুই ভাবে—প্রশ্নপত্রে ও রেকর্ডিংয়ে। প্রয়োজনের অতিরিক্ত তথ্য প্রশ্নপত্রে দেওয়া হয়। সঙ্গে আরও কিছু কথাবার্তা রেকর্ডিংয়ে সংযুক্ত করা হয়, যেগুলো হয়তোবা না দিলেও চলত। পরিকল্পিতভাবেই এমনটি করা হয়। এরাই ডিসট্র্যাকটর। বুঝে এবং এহেন পরিস্থিতিতে কী করণীয় জানলে লিসনিংয়ে ভালো করা সম্ভব।
লিসনিংয়ে ডিসট্র্যাকটরের নানা রূপ
ক. অসত্য (অশুদ্ধ) তথ্য।
খ. বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) গ. বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) ঘ. সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। ঙ. কথা পরিবর্তন।
চ. ইনফরমেশন ওভারলোড।
ক. অসত্য (অশুদ্ধ) তথ্য
অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্তিকর বা বর্ণনায় সত্য মনে হয় (সত্যপ্রতিম) এমন তথ্য তুলে ধরা হয়, যা প্রকৃতপক্ষে অসত্য। আগে বা পরে সত্য ঘটনা/বিষয়বস্তু থাকে। পরীক্ষার্থীকে অবশ্যই অসত্য থেকে সত্যকে আলাদা করে নিতে হবে। নতুবা প্রশ্নপত্র বা রেকর্ডিংয়ের পাতা ফাঁদে পড়তে হবে। উদাহরণ-১:
এখানে অনেক মূল্যের কথা বলেছে, যা বিভ্রান্তিকর এবং তার জন্য সঠিক নয়। তার জন্য সঠিক শুধু $২৬৭ (সব শর্ত মেনে)।
আরও পড়ুন:
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
২৯ মিনিট আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
১১ ঘণ্টা আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ দিন আগে