শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২২: ১২
Thumbnail image

উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। 

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমি দেখেছি তোমরা দল বেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছ। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছ। জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।’ 

অধ্যাপক মাহফুজুল আজিজ বলেন, ‘আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আশা করি, তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত