Ajker Patrika

কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠকবন্ধুর ফুলেল শ্রদ্ধা

ইলিয়াস শান্ত, ঢাকা
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আজকের পত্রিকার পাঠকদের সংগঠন পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আজকের পত্রিকার পাঠকদের সংগঠন পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকা

একুশে ফেব্রুয়ারি—শুধু একটি দিন নয়, এটি ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষার জন্য আত্মত্যাগের এমন নজির পৃথিবীতে বিরল। তাই তো বাঙালির হৃদয়ে চিরজাগরূক হয়ে আছে সেই অমর গান—“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।” প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাতফেরির স্রোতে মিলিত হয়েছিল লাখ মানুষ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ‘আজকের পত্রিকা’র পাঠক ফোরাম—পাঠকবন্ধু। এ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাকসহ উপস্থিত সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে তারা স্মরণ করেন সেই অকুতোভয় ভাষাসৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার।

পাঠকবন্ধুর সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সৈয়দুর রহমান বলেন, “সালাম, জব্বার, রফিক, বরকতরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছিলেন, আমরা সে ভাষায় কথা বলছি। কিন্তু আমরা কি সত্যিই বাংলা ভাষাকে যথাযথভাবে ধারণ করতে পেরেছি? নানা বিতর্ক ও সমালোচনার মাঝেও শহীদ মিনারে জনতার ঢল প্রমাণ করে—বাংলা ভাষার প্রতি ভালোবাসা আজও অটুট।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবন্ধু সদস্য মো. নূর এ আলম নুহাশ বলেন, “ভাষা আন্দোলন ছিল যুগ যুগ ধরে চলা শোষণ–বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষের প্রথম প্রতিবাদ। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি শিখেছে নিজেদের অধিকার আদায়ে লড়াই করতে, রক্ত দিতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আজকের ও আগামীর বাংলাদেশে ছাত্র-জনতার মুক্তির সংগ্রামে ভাষা শহীদদের আত্মত্যাগ অনন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠকবন্ধুর সদস্যরাও এদিন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক বলেন, “২১ ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের গৌরবগাথা। ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীরদের প্রতি আমাদের চিরন্তন শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি। বাংলা ভাষা চিরজীবী হোক।”

১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বীর শহীদরা, তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি। সেই থেকে একুশে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে গৌরব ও শোকের প্রতীক হয়ে আছে। সময়ের পরিক্রমায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের স্বীকৃতি পেয়েছে, কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ এখনও প্রশ্নবিদ্ধ। একুশের চেতনাকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তব জীবনে ধারণ করাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত