Ajker Patrika

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আন্তর্জাতিক সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক
ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগ ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনেটির সহ-আয়োজকের দায়িত্বে আছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমাতার উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান।

এতে জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বক্তব্যে ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হলে, আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।’

দুই দিনব্যাপী এই সম্মেলনটি উদ্বোধন করেন ইউএপির স্কুল অব মেডিসিন এর ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা আগামী দুই দিনে ১০টি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।

ইউএপির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তাঁর বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ইউএপি-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সম্মেলনে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক।

সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকগণ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন।

৯টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিক্যাল, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যানসার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনটি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত