Ajker Patrika

মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক
শিক্ষকদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা
শিক্ষকদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা

মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে উৎসবমুখর এই পুস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল ইত্যাদি খেলায় বিজয়ী দ্বাদশ শেণির ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

এসময় তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।’ তিনি বলেন, ‘মাইলস্টোন কলেজ দেশসেরা ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। যা তার ভবিষ্যৎ জীবনকে সাফল্যমন্ডিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত