Ajker Patrika

বিইউপিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটরিয়ামে ১১তম ও ১২তম ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এফডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিইউপির অফিস অব দ্য ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের (ওইএফসিডি) সার্বিক তত্ত্বাবধানে গত বছরের ৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ১১তম এফডিপি এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১২তম এফডিপি পরিচালিত হয়।

আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এফডিপির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত