ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন করছে শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে তাঁরা অনশনে বসেন। এর আগে এক দফা দাবি পূরণে গত রোববার দেওয়া ২৪
১৬ ঘণ্টা আগে‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
২ দিন আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
২ দিন আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
৩ দিন আগে