জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাপন শাখা (কর্মকর্তা) আবদুল হালিম এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। 

এতে আরও বলা হয়েছে, এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক কার্যভার ভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন। 

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত