Ajker Patrika

মাইলস্টোন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৩
মাইলস্টোন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা ভাষাশহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাইলস্টোন কলেজে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে দিবসটি পালন উপলক্ষে অনুরূপ কর্মসূচি ছিল মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে।

এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ অমর গানের সুর ছড়ানো প্রভাতফেরিটি উত্তরার বিভিন্ন পথ অতিক্রম করে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং স্কুলটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.)।

শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভাষা আন্দোলনের পূর্বাপর ইতিহাস আলোকপাত করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরেন দিবসটির যথাযথ তাৎপর্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত