অনলাইন ডেস্ক
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মূলত দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এ আর রহমান নিজেই। এরপর থেকে শুরু হয় জল্পনা-কল্পনা। এই আগুনে যেন আরও ঘি পরে যায়, যখন তাঁর বিচ্ছেদের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সহশিল্পী মোহিনী দে’র বিচ্ছেদের ঘোষণা! দুই বিচ্ছেদের জোর বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতে উঠেছেন নেটিজেনরা।
এমতাবস্থায় বাধ্য হয়ে গতকাল (২৩ নভেম্বর) ইস্যু করা নিজের লিগ্যাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিশ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রহমান। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে—রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন, তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে তাদের।
১৯৯৫ সালে বিয়ে হয়েছিল রহমান ও সায়রা বানুর। দেখাশোনা করেই বিয়ে, তারপর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গিয়েছে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই বিচ্ছেদের ঘোষণা দেন অস্কারজয়ী শিল্পী। এর কিছুক্ষণ পরই মোহিনী দে’র বিচ্ছেদ ঘোষণার খবর ছড়িয়ে পড়ে। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা রটনা রটে নেটপাড়ায়।
Notice to all slanderers from ARR's Legal Team. pic.twitter.com/Nq3Eq6Su2x
— A.R.Rahman (@arrahman) November 23, 2024
এর আগেই রহমান-মোহিনীকে নিয়ে নানা বিব্রত ও আপত্তিকর মন্তব্যের জবাবে তার বড় মেয়ে রহিমা। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, ‘সব সময়ে মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’ বোনের সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগরে দিয়েছেন খাতিজা রহমানও।
রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর বিচ্ছেদের সঙ্গে রহমান ও সায়রার বিচ্ছেদের কোনো সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-নামার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনই দুজনকে সম্মান করেন।’
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মূলত দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এ আর রহমান নিজেই। এরপর থেকে শুরু হয় জল্পনা-কল্পনা। এই আগুনে যেন আরও ঘি পরে যায়, যখন তাঁর বিচ্ছেদের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সহশিল্পী মোহিনী দে’র বিচ্ছেদের ঘোষণা! দুই বিচ্ছেদের জোর বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতে উঠেছেন নেটিজেনরা।
এমতাবস্থায় বাধ্য হয়ে গতকাল (২৩ নভেম্বর) ইস্যু করা নিজের লিগ্যাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিশ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রহমান। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে—রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন, তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে তাদের।
১৯৯৫ সালে বিয়ে হয়েছিল রহমান ও সায়রা বানুর। দেখাশোনা করেই বিয়ে, তারপর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গিয়েছে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই বিচ্ছেদের ঘোষণা দেন অস্কারজয়ী শিল্পী। এর কিছুক্ষণ পরই মোহিনী দে’র বিচ্ছেদ ঘোষণার খবর ছড়িয়ে পড়ে। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা রটনা রটে নেটপাড়ায়।
Notice to all slanderers from ARR's Legal Team. pic.twitter.com/Nq3Eq6Su2x
— A.R.Rahman (@arrahman) November 23, 2024
এর আগেই রহমান-মোহিনীকে নিয়ে নানা বিব্রত ও আপত্তিকর মন্তব্যের জবাবে তার বড় মেয়ে রহিমা। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, ‘সব সময়ে মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’ বোনের সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগরে দিয়েছেন খাতিজা রহমানও।
রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর বিচ্ছেদের সঙ্গে রহমান ও সায়রার বিচ্ছেদের কোনো সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-নামার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনই দুজনকে সম্মান করেন।’
বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর।
৪ ঘণ্টা আগেআর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
১৫ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৫ ঘণ্টা আগে