বিনোদন প্রতিবেদক, ঢাকা
২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আধা ঘণ্টা পর প্রদর্শনী শুরু হয়। পরে বিক্ষোভকারীরা নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে আবারও বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাপরিচালক দেশ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। শিল্পকলার বাইরে প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় নাট্যকর্মীদের। এবার জানা গেল, শিল্পকলা একাডেমিতে আবারও হবে নিত্যপুরাণের প্রদর্শনী।
২৯ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশ নাটকের প্রধান ও নিত্যপুরাণের নির্দেশক মাসুম রেজা।
মাসুম রেজা বলেন, ‘ডিজি সাহেব একটি হুমকির কারণে সেদিন নিত্যপুরাণ নাটকটি বন্ধ করেছিলেন, তিনিই শিল্পকলায় আবার নাটকটি করার অনুমতি দিয়েছেন। ২৯ তারিখ একই মঞ্চে অনুষ্ঠিত হবে নিত্যপুরাণ।’ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিনে শিল্পকলায় আমাদের নাট্যকর্মীদের উপস্থিতি, পুলিশ, সেনাবাহিনী সব মিলিয়ে মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। এ ছাড়া নিত্যপুরাণের মঞ্চায়নের দিন শিল্পকলার বাইরে থিয়েটার গ্রুপগুলোর অনেকেই উপস্থিত থাকবেন।’
এদিকে গত বৃহস্পতিবার নাটক বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিল্পকলা একাডেমির বাইরে পথনাটকের প্রদর্শনী করেন নাট্যকর্মীরা। এ সময় নাটকের প্রদর্শনী বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মাসুম রেজা বলেন, ‘থিয়েটারকর্মীরা দেশের মানুষের জন্য কাজ করে। নাটকের ওপর আক্রমণ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও সমাজ। একটি দেশের সংস্কৃতি যদি হুমকি ও ভীতিকর অবস্থায় থাকে তবে সেই দেশের কোনো পরিচিতি থাকে না। আমরা সম্মিলিতভাবে সবার সঙ্গে মিলে থিয়েটার চর্চা করতে চাই।’
২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আধা ঘণ্টা পর প্রদর্শনী শুরু হয়। পরে বিক্ষোভকারীরা নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে আবারও বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাপরিচালক দেশ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। শিল্পকলার বাইরে প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় নাট্যকর্মীদের। এবার জানা গেল, শিল্পকলা একাডেমিতে আবারও হবে নিত্যপুরাণের প্রদর্শনী।
২৯ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশ নাটকের প্রধান ও নিত্যপুরাণের নির্দেশক মাসুম রেজা।
মাসুম রেজা বলেন, ‘ডিজি সাহেব একটি হুমকির কারণে সেদিন নিত্যপুরাণ নাটকটি বন্ধ করেছিলেন, তিনিই শিল্পকলায় আবার নাটকটি করার অনুমতি দিয়েছেন। ২৯ তারিখ একই মঞ্চে অনুষ্ঠিত হবে নিত্যপুরাণ।’ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিনে শিল্পকলায় আমাদের নাট্যকর্মীদের উপস্থিতি, পুলিশ, সেনাবাহিনী সব মিলিয়ে মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। এ ছাড়া নিত্যপুরাণের মঞ্চায়নের দিন শিল্পকলার বাইরে থিয়েটার গ্রুপগুলোর অনেকেই উপস্থিত থাকবেন।’
এদিকে গত বৃহস্পতিবার নাটক বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিল্পকলা একাডেমির বাইরে পথনাটকের প্রদর্শনী করেন নাট্যকর্মীরা। এ সময় নাটকের প্রদর্শনী বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মাসুম রেজা বলেন, ‘থিয়েটারকর্মীরা দেশের মানুষের জন্য কাজ করে। নাটকের ওপর আক্রমণ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও সমাজ। একটি দেশের সংস্কৃতি যদি হুমকি ও ভীতিকর অবস্থায় থাকে তবে সেই দেশের কোনো পরিচিতি থাকে না। আমরা সম্মিলিতভাবে সবার সঙ্গে মিলে থিয়েটার চর্চা করতে চাই।’
দীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
১ ঘণ্টা আগেবলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা...
৪ ঘণ্টা আগেশুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এমন অভিযোগ তোলেন এই অভিনেত্রী...
৬ ঘণ্টা আগে