বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে। সে ধারাবাহিকতায় এবার জাজ ঘোষণা দিয়েছিল, এবার ঈদে বেশ বড় আয়োজনে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’। এ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
অনেকে ধারণা করছিলেন, হয়তো শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে জ্বীন থ্রিকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকে আবার আগ বাড়িয়ে এটাও ধরে নিয়েছিলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরের পলিটিক্সের কারণেই সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিতে পারেনি জ্বীন থ্রি। অবশেষে আজ বিকেলে প্রযোজক স্পষ্ট করলেন বিষয়টি।
জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সময়মতো দিতে পারেননি তারা। প্রযোজনা প্রতিষ্ঠানটির বক্তব্য, ‘অত্যন্ত দুঃখের সাথে সাথে জানাচ্ছি যে টেকনিক্যাল কারণে জ্বীন থ্রি-এর ডিসিপি রেডি হয়েছে রাত ১২টা ৩০ মিনিটে। তাই আমরা যথাযথ সময়ে সিনেমা রিলিজ দিতে পারিনি। এখানে কোনো পলিটিক্স নেই। সম্পূর্ণ দোষ আমাদের। তবে আশা করি, খুব দ্রুত সব মাল্টিপ্লেক্সে জ্বীন থ্রি আসবে। আমরা আপনাদের জানাব।’
বর্তমানে দুটি হলে চলছে জ্বীন থ্রি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যাচ্ছে বেলা ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। আর লায়ন সিনেমাসে বিকেল ৫টা ১০ মিনিট ও রাত ৮টায় চলছে সিনেমাটির দুটি করে শো।
জ্বীন থ্রি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আরও আছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ। সাত বছর পর এ সিনেমা দিয়ে জাজের ঘরে ফিরেছেন ফারিয়া।
প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে। সে ধারাবাহিকতায় এবার জাজ ঘোষণা দিয়েছিল, এবার ঈদে বেশ বড় আয়োজনে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’। এ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
অনেকে ধারণা করছিলেন, হয়তো শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে জ্বীন থ্রিকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকে আবার আগ বাড়িয়ে এটাও ধরে নিয়েছিলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরের পলিটিক্সের কারণেই সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিতে পারেনি জ্বীন থ্রি। অবশেষে আজ বিকেলে প্রযোজক স্পষ্ট করলেন বিষয়টি।
জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সময়মতো দিতে পারেননি তারা। প্রযোজনা প্রতিষ্ঠানটির বক্তব্য, ‘অত্যন্ত দুঃখের সাথে সাথে জানাচ্ছি যে টেকনিক্যাল কারণে জ্বীন থ্রি-এর ডিসিপি রেডি হয়েছে রাত ১২টা ৩০ মিনিটে। তাই আমরা যথাযথ সময়ে সিনেমা রিলিজ দিতে পারিনি। এখানে কোনো পলিটিক্স নেই। সম্পূর্ণ দোষ আমাদের। তবে আশা করি, খুব দ্রুত সব মাল্টিপ্লেক্সে জ্বীন থ্রি আসবে। আমরা আপনাদের জানাব।’
বর্তমানে দুটি হলে চলছে জ্বীন থ্রি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যাচ্ছে বেলা ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। আর লায়ন সিনেমাসে বিকেল ৫টা ১০ মিনিট ও রাত ৮টায় চলছে সিনেমাটির দুটি করে শো।
জ্বীন থ্রি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আরও আছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ। সাত বছর পর এ সিনেমা দিয়ে জাজের ঘরে ফিরেছেন ফারিয়া।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
২১ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১ দিন আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১ দিন আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে