Ajker Patrika

ঈদে সিনেমা হলে কেন কোণঠাসা ‘জ্বীন থ্রি’, জানালেন প্রযোজক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘জ্বীন থ্রি’ সিনেমায় সজল ও নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
‘জ্বীন থ্রি’ সিনেমায় সজল ও নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে। সে ধারাবাহিকতায় এবার জাজ ঘোষণা দিয়েছিল, এবার ঈদে বেশ বড় আয়োজনে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’। এ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।

অনেকে ধারণা করছিলেন, হয়তো শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে জ্বীন থ্রিকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকে আবার আগ বাড়িয়ে এটাও ধরে নিয়েছিলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরের পলিটিক্সের কারণেই সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিতে পারেনি জ্বীন থ্রি। অবশেষে আজ বিকেলে প্রযোজক স্পষ্ট করলেন বিষয়টি।

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সময়মতো দিতে পারেননি তারা। প্রযোজনা প্রতিষ্ঠানটির বক্তব্য, ‘অত্যন্ত দুঃখের সাথে সাথে জানাচ্ছি যে টেকনিক্যাল কারণে জ্বীন থ্রি-এর ডিসিপি রেডি হয়েছে রাত ১২টা ৩০ মিনিটে। তাই আমরা যথাযথ সময়ে সিনেমা রিলিজ দিতে পারিনি। এখানে কোনো পলিটিক্স নেই। সম্পূর্ণ দোষ আমাদের। তবে আশা করি, খুব দ্রুত সব মাল্টিপ্লেক্সে জ্বীন থ্রি আসবে। আমরা আপনাদের জানাব।’

বর্তমানে দুটি হলে চলছে জ্বীন থ্রি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যাচ্ছে বেলা ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। আর লায়ন সিনেমাসে বিকেল ৫টা ১০ মিনিট ও রাত ৮টায় চলছে সিনেমাটির দুটি করে শো।

জ্বীন থ্রি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আরও আছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ। সাত বছর পর এ সিনেমা দিয়ে জাজের ঘরে ফিরেছেন ফারিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত