বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।
আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবারের আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের মূল্যসহ বিস্তারিত জানানো হবে।’
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। এ ছাড়া কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনে গেয়েছেন আইমা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
আইমার আগের দিন ঢাকা মাতাবেন পাকিস্তানের আরেক সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। ১১ এপ্রিল ঢাকায় ‘মেলোডি আনলিশড উইদ মুস্তফা জাহিদ’ কনসার্টে গান শোনাবেন মুস্তফা। এক ভিডিওবার্তায় মুস্তফা জাহিদ বলেন, ‘আমরা ঢাকায় আসছি ভেবে রোমাঞ্চিত! সংগীত সব সময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরি মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ কনসার্টটি আয়োজন করছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
এ ছাড়া আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ।
দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।
আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবারের আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের মূল্যসহ বিস্তারিত জানানো হবে।’
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। এ ছাড়া কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনে গেয়েছেন আইমা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
আইমার আগের দিন ঢাকা মাতাবেন পাকিস্তানের আরেক সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। ১১ এপ্রিল ঢাকায় ‘মেলোডি আনলিশড উইদ মুস্তফা জাহিদ’ কনসার্টে গান শোনাবেন মুস্তফা। এক ভিডিওবার্তায় মুস্তফা জাহিদ বলেন, ‘আমরা ঢাকায় আসছি ভেবে রোমাঞ্চিত! সংগীত সব সময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরি মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ কনসার্টটি আয়োজন করছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
এ ছাড়া আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
১ দিন আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১ দিন আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১ দিন আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে