এ সপ্তাহের ওটিটি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮: ২৪
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮: ৪০

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
প্রহেলিকা (বাংলা সিনেমা)
অভিনয়: মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান
দেখা যাবে: বিঞ্জ
গল্পসংক্ষেপ: খুন করে সংগীতশিল্পী জামশেদের বাড়িতে আশ্রয় নেয় মনা। জামশেদকে ভয় পেলেও তাঁর স্ত্রী অর্পার প্রেমে পড়ে যায় সে। মনা আর অর্পার প্রেমের মাঝখানে একদিন খুন হয়ে যায় জামশেদ। তুমুল পুলিশি নির্যাতনের শিকার হতে হয় মনাকে। কিন্তু কিছুতেই জানা যায় না জামশেদের খুনি কে?
 
শুনতে কি পাও (তথ্যচিত্র)
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: ভদ্রা নদীর পারে, সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম। নাম ‘সুতারখালি’। জলে জঙ্গলে লড়াই করে চার পুরুষের আবাদে প্রায় ১০০ পরিবারের বাস এই গ্রামে। এখানেই ঘর বেঁধেছিল রাখী আর সৌমেন, জন্ম হয়েছিল তাদের ভালোবাসার সন্তান রাহুলের। ২০০৯ সালের ২৫ মে, রাহুলের বয়স যখন মাত্র চার, আইলা নামের প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল। সেই থেকে শুরু হয় রাখী, সৌমেন এবং রাহুলের এক অন্য জীবন।
 
বেওয়ারিশ (বাংলা সিরিজ ‘প্রচলিত’)
অভিনয়: মাহমুদ আলম, রাফিয়াত কাদের রুবেল
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: লোকমুখে প্রচলিত রহস্যময় আর ভৌতিক গল্পের সিরিজ ‘প্রচলিত’। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘বিলাই’, এ সপ্তাহে আসছে ‘বেওয়ারিশ’। ভর সন্ধ্যাবেলা একটি লাশ নিয়ে যাচ্ছে এক লোক। ভ্যানচালকের সঙ্গে কথা বলতে বলতে চমকে ওঠে লোকটি। কারণ, হঠাৎ করেই অদ্ভুত শব্দ করতে শুরু করেছে লাশটি।
 
জওয়ান (হিন্দি সিনেমা)
অভিনয়: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, নয়নতারা
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: একটি ট্রেন ছিনতাই হয়। ছিনতাইকারীরা ৩৭৬ যাত্রীর পরিবর্তে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলে এমন পরিমাণ চাঁদা দাবি করে, যা সরকারের পক্ষে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা করা সম্ভব নয়। ছিনতাইকারীদের গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয় একটি বিশেষ বাহিনীকে, যার নেতৃত্বে আছে নর্মদা রাই। নর্মদা একজন সিঙ্গেল মাদার, কিন্তু নিজের মেয়ের জন্য সে বিয়ে করতে চায়। জীবনে আসে কারারক্ষী আজাদ। আজাদের জীবনে রয়েছে না-বলা অনেক গল্প, অনেক রহস্য।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত