Ajker Patrika

স্বাধীনতা কনসার্টের তারিখ বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’

সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’

এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’

দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত