বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
পরিচালক নিয়াজ মাহবুব জানিয়েছেন, অহেতুক টেনশনের কারণে একটি ঘটনার সঙ্গে জড়িয়ে যায় এক লোক। যদিও এর সঙ্গে তার নিজের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু দায়টা এসে পড়ে তার নিজের ঘাড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। এটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নীচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। টেনশনে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘পেশাগত কারণেই গড়পড়তা অনেক গল্পে কাজ করতে হয় আমাদের। তার মধ্যে ভালো গল্প পেলে সেই কাজটি করার আগ্রহ বেড়ে যায়। টেনশন নাটকটি সে রকম একটা গল্পের। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আগেও কাজ হয়েছে আমার। নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী সে। এই নাটকেও ভালো করেছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ। অভিনয়ের ব্যাপারে তাকে খুবই সিনসিয়ার মনে হয়েছে। আর নির্মাতা নিয়াজ সব সময়ই ভালো কাজ করতে চায়। যদিও তার সঙ্গে বেশি কাজ করা হয়নি। এখন থেকে আমরা নিয়মিত কাজ করব আশা রাখছি।’
অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে “খায়েশ”, “বনলতার প্যারা”, “সেইরকম চা খোর”, “স্বপ্ন বিভ্রাট”, “ঘুম”সহ বেশ কিছু নাটকে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করলে সব সময়ই কিছু না কিছু শেখা যায়। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে আমার। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি।’
স্বর্ণলতা বলেন, ‘মোশাররফ করিম ভাইকে অভিনয়ের একটি প্রতিষ্ঠান বলা চলে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব, এটা আমার স্বপ্ন ছিল। নিয়াজ মাহবুব ভাইকে ধন্যবাদ আমার সেই স্বপ্ন পূরণ করে দেওয়ায়। কাজটি করে আমি অভিনয়ের আরও অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্ষা আপুও গুণী অভিনেত্রী। তাঁর অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তাঁদের দুজনের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। নাটকটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
পরিচালক নিয়াজ মাহবুব জানিয়েছেন, অহেতুক টেনশনের কারণে একটি ঘটনার সঙ্গে জড়িয়ে যায় এক লোক। যদিও এর সঙ্গে তার নিজের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু দায়টা এসে পড়ে তার নিজের ঘাড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। এটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নীচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। টেনশনে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘পেশাগত কারণেই গড়পড়তা অনেক গল্পে কাজ করতে হয় আমাদের। তার মধ্যে ভালো গল্প পেলে সেই কাজটি করার আগ্রহ বেড়ে যায়। টেনশন নাটকটি সে রকম একটা গল্পের। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আগেও কাজ হয়েছে আমার। নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী সে। এই নাটকেও ভালো করেছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ। অভিনয়ের ব্যাপারে তাকে খুবই সিনসিয়ার মনে হয়েছে। আর নির্মাতা নিয়াজ সব সময়ই ভালো কাজ করতে চায়। যদিও তার সঙ্গে বেশি কাজ করা হয়নি। এখন থেকে আমরা নিয়মিত কাজ করব আশা রাখছি।’
অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে “খায়েশ”, “বনলতার প্যারা”, “সেইরকম চা খোর”, “স্বপ্ন বিভ্রাট”, “ঘুম”সহ বেশ কিছু নাটকে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করলে সব সময়ই কিছু না কিছু শেখা যায়। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে আমার। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি।’
স্বর্ণলতা বলেন, ‘মোশাররফ করিম ভাইকে অভিনয়ের একটি প্রতিষ্ঠান বলা চলে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব, এটা আমার স্বপ্ন ছিল। নিয়াজ মাহবুব ভাইকে ধন্যবাদ আমার সেই স্বপ্ন পূরণ করে দেওয়ায়। কাজটি করে আমি অভিনয়ের আরও অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্ষা আপুও গুণী অভিনেত্রী। তাঁর অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তাঁদের দুজনের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। নাটকটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‘এটা প্রথমবার নয়। আমি অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু আমি মনে করি কঠোর পরিশ্রমই এগিয়ে যাওয়ার পথ। কেউ যদি আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে, আমি একটাই বলি—কাজ চালিয়ে যেতে হবে।’
৩১ মিনিট আগেনিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
৪ ঘণ্টা আগেপাঠ্যবইয়ের পাতায় উঠে এসেছে ‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান হোসাইন শিমুল ও ‘কথা ক’-এর মুহাম্মদ সেজান। সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের পাঠ্যবইয়ের নিউ জেনারেশন অধ্যায়ে স্থান পেয়েছে এই দুই র্যাপারের কথা। পাঠ্যবইয়ে সেজান ও হান্নানের জায়গা পাওয়ার পর অনেকেই করছেন সমালোচনা। তাঁদের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখব
৪ ঘণ্টা আগেকথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।
৪ ঘণ্টা আগে